প্রকাশিত: Sat, Dec 16, 2023 9:54 PM আপডেট: Tue, Jan 27, 2026 9:53 AM
[১]স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সাথেই থাকুন: সজীব ওয়াজেদ জয়
সালেহ্ বিপ্লব: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন।
[৩] তিনি লিখেছেন, বাংলার বিজয় মানেই ৩০ লাখ শহীদের রক্তের মূল্যে পাওয়া লাল সূর্য। আধুনিক অস্ত্রে সজ্জিত, তৎকালীন একাধিক পরাশক্তির সাহায্য নিয়েও বর্বর পাকিস্তানী সেনারা পারেনি বাঙালিকে পরাজিত করতে।
[৪] ১৯৭১ এর ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণে পাকিস্তানীদের অবস্থা জলে, স্থলে ও আকাশে এতোটাই শোচনীয় ছিল যে, তারা যদি ১৬ই ডিসেম্বরে আত্মসমর্পণ না করতো তবে ৭/১০ দিনেই তাদের সমস্ত গোলাবারুদ শেষ হয়ে যেত। তারপর তাদের ৯০ হাজারের বেশি সেনার জীবন হয়তো বিপন্ন হতো।
[৫] মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী চার পাশ থেকে ঘিরে রেখেছিল ঢাকাকে। বিপদ বুঝতে পেরে তর্জন গর্জন করা পাক আর্মি খুব দ্রুত সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণের। তারা বুঝেছিল, বাংলা থেকে তাদের বিদায় নিতেই হবে, এর বিকল্প নেই। তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, ১৬ই ডিসেম্বর বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ওহংঃৎঁসবহঃ ড়ভ ঝঁৎৎবহফবৎ এ স্বাক্ষর করে, অস্ত্র মাটিতে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তা*নীরা।
[৬] আজ আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদকে, একই সাথে শ্রদ্ধা জানাই লাখো মা বোনকে, যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন। স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দেয়া রূপরেখার অবলম্বনে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা।
[৭] জয় আরো লিখেছেন, সংকটে, সংগ্রামে, দুর্যোগ-দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের সাথে ছিল তার জন্মলগ্ন থেকেই। উন্নত, সমৃদ্ধ - স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সাথেই থাকুন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট